শুন্য হ্নদয়
মোঃ খোরশেদ আলম
আমাদের গ্রামটি অনেক সুন্দর ওখানে আমার বড় হওয়া কিন্তু গ্রামে বড় হলেও থাকা হয়নি বেশি দিন বাবার কারনে এখান থেকে ওখানে ওখান থেকে এখানে এভাবে বেশি সময় পার করেছি আমি জানতাম না যে পড়াশুনা আমার কপালে আছে কি না কারন আমার বাবা যখন আমার বয়স ৭ বছর তখন তিনি সেন্সলেস হয়ে যায়, যার কারনে তখন আমার জীবনে তথা আমাদের পরিবারে নেমে আসে কঠিন অশান্তি আমার মাকে করতে হয়েছে কত কষ্ট তা লিখে শেষ করা যাবেনা । আমাদের পরিবার কে পুরো depend করতে হয়েছে আমার দাদার উপর। আমার দাদা ছিলেন একজন সাধার ব্যবসায়ী, আমার বাবা আর আমার চাচা ছিলো দুইজন আমার বাবা হল ২য়। বাবা ও তখন ব্যবসায় করতেন আমি তখনও পড়াশুনা করতাম না, দাদাকে help করতাম, আমি আমার দাদাকে অনেক ভয় পেতাম, দাদা আমাকে আদর করত but মাকে অনেক বকতো আমি শুধু তাকিয়ে দেখতাম আমার আম্মা কান্না করত আম্মার কান্না দেখলে আমার ও কান্না আসতো যখন আমি কান্না করতাম আম্মা আর চোখের পানি ফেলতো না তবে মনে মনে বলতাম আমি কবে বড় হব? আমার বাবাকে তখন খুজে পাওয়া যাচ্ছিলোনা..................
No comments:
Post a Comment