গান


গানঃ প্রাণের প্রিয় সজনী

   -মোঃ খোরশেদ আলম

তুমি যদি হইতে আমার প্রাণের প্রিয় সজনী
ভালোবাইসা দিতাম তোমায়
প্রেমের মালা তখনি প্রেমের মালা তখনি ।


আদর দিয়া মন ভরিতাম দিতাম কতো সুখ
বারে বারে আসতাম ফিরে দেখতে তোমার মুখ ।।
তুমি যদি হতে আমার প্রাণের প্রিয় সজনী
এই বুকেতে ঘর বানাইতাম
সঙ্গী হইতাম তখনি সঙ্গী হইতাম তখনি।


অনেক কাছে রাখতাম তোমায় ভালবাসায় বেঁধে
বকুল ফুলের মালা গেঁথে দিতাম তোমার চুলে ।।
তুমি যদি হতে আমার প্রাণের প্রিয় সজনী
জীবন ঘাঁটের নাউ ভাসাইতাম
তোমাই নিয়ে তখনি তোমাই নিয়ে তখনি ।

ঐ 



গানঃ- সহেনা জ্বালা

কবিঃ- মোঃ খোরশেদ আলম

সহেনা জ্বালা গো সখী সহেনা জ্বালা ।।  
তুমি বিনা মরণের বেদনা ।।
চিত্তে লাগেনা ভালা ।।


কখনো কি ভেবেছো আছি আমি কেমন   
তুমি বিনা কাটে জীবন যেমন তেমন ।।
কত কথা আছে আমার তোমায় বলার
আসো তুমি সয়নে শুধু একবার ।। 
চিত্তে লাগেনা ভালা

 ঐ

কল্পনারই ঘরে তুমি শুধু তুমি  
তুমি ছাড়া হয়ে আছি শুধু মরুভূমি ।।
এতো দূরে থেকে কি আর যায় পথ চলা
তুমি শুধু তুমি এমনে আমার ।।
চিত্তে লাগেনা ভালা

 

No comments:

Post a Comment